শেখ শাদী উজ্জল (shaikh sadi uzzal)
প্রথম পাতা » জীবনী » শেখ শাদী উজ্জল (shaikh sadi uzzal)শেখ শাদী উজ্জল ১ সেপ্টেম্বর নড়াইল জেলায় লোহাগড়া থানার কুমড়ী গ্রামে জন্মগ্রহন করেন। পিতার নাম- শেখ আলতাফ হোসেন, মায়ের নাম আছিয়া বেগম। তিনি ১৯৯৭ সালে কেটি এম মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এস এসসি ও ১৯৯৯ সালে আব্দুল হাই সিটি কলেজ থেকে আইএসসি এবং ঢাকা কলেজ থেকে ২০০২ সালে বিএসসি অনার্স (মনোবিজ্ঞান) ২০০৩ সালে ঢাকা কলেজ এম এসসি পাশ করেন। তিনি বর্তমানে সোনালী ব্যাংক লিমিটেড-এ সিনিয়র অফিসার ক্যাশ হিসেবে কর্মরত আছেন। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস সুগন্ধা আমার।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘হৃদয়ে রক্তক্ষরণ’ গ্রন্থ থেকে সংকলিত।