মোঃ দেলোয়ার হোসেন (md.delowar hossain)

প্রথম পাতা » জীবনী » মোঃ দেলোয়ার হোসেন (md.delowar hossain)


মোঃ দেলোয়ার হোসেন (md.delowar hossain)

মোঃ দেলোয়ার হোসেন  পেশায় প্রকৌশলী । লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই গ্রামে জন্ম ১৯৫৯ সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বর্তমান নেসকো লিমিটেড)-এ নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য চর্চার সাথে জড়িত রয়েছেন। পত্রিকায় লেখালেখি শুরু ছাত্রজীবন থেকেই। সাংবাদিকতাও করেছেন একসময়। ছাড়াকার হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছেন। দেশের বিভিন্ন পত্রিকায় তাঁর অনেক ছড়া ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। এটি তার রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ । তার রচিত প্রথম ছড়াগ্রন্থ ‘ছড়ার রংধনু’ ২০১৩ সালের একুশের বই মেলায় বেশ আলোড়ন তুলেছিল ।
বহুমুখী প্রতিভার অধিকারী এ ছাড়কার একজন সৌখিন যাদুশিল্পীও। ছবি আঁকাআঁকিতেও বেশ পটু তিনি। সঙ্গীতাঙ্গনেও রয়েছে তাঁর দৃপ্ত পদচারণা। রংপুরের ভাওয়াইয়া ও পল্লীগীতির অনুরক্ত এ বর্ণীল মানুষটি তার সরল হৃদয়ে এদেশের মাটি আর মানুষের প্রতি গভীরতম ভালবাসা লালন করেন। চলমান সমাজের জীবনঘনিষ্ঠ বাস্তবতা নান্দনিক শিল্পচেতনা আর শব্দশৈলীর ব্যঞ্জনায় বিমূর্ত হয়ে ওঠে তাঁর কলমের আঁচড়ে। প্রচারবিমুখ এ মানুষটি বর্তমানে রংপুর শহরের বাসিন্দা।

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘পাতাবাহার’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ