মোঃ আলমগীর হুমায়ূন

প্রথম পাতা » জীবনী » মোঃ আলমগীর হুমায়ূন


মোঃ আলমগীর হুমায়ূন

মোঃ আলমগীর হুমায়ূন:  জন্ম: স্কুল সার্টিফিকেট অনুসারে ১লা জানুয়ারী ১৯৭৫ সালে পটুয়াখালী জেলার দুমকী থানাধীন চরবয়েরা গ্রামে। তবে বড় চাচা আব্দুল হামিদ হাওলাদার এর লিখিত ডায়েরি অনুসারে তিনি বাংলা ১৩৭৭ সনের ২৫ পৌষ রোজ সোমবার ঠিক ফজরের ওয়াক্তের সময় জন্মগ্রহণ করেন যা ইংরেজি ১৯৭১ সালের ৯ বা ১০ জানুয়ারী। অধ্যাবসায় : মাধ্যমিক ১৯৮৯ (পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়), উচ্চ মাধ্যমিক ১৯৯১ (পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ), গণিত বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। তিনি মাওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র ছিলেন। পড়াশুনার পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট অধীনস্থ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে সপ্তম আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ১৯৯৬ (রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত) ১৫০০, ৫০০০ ও ১০০০০ মিটার দৌঁড় ইভেন্টে অংশগ্রহণ করেন। পেশা: ব্যাংকিং ক্যারিয়ার শুরু ২০০০ সালের ২৮ ফেব্রুয়ারী উত্তরা ব্যাংক লিমিটেড এ প্রবেশনারি অফিসার হিসেবে। ২০১১ সালে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রী অর্জন করেন। বর্তমানে একটি প্রাইভেট ব্যাংকে এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং একমাত্র কন্যা সন্তানের জনক। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘স্বপ্নচারী’   গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ