জাহাঙ্গীর হোসাইন বাবলু (jahangir hossain baulu)
প্রথম পাতা » জীবনী » জাহাঙ্গীর হোসাইন বাবলু (jahangir hossain baulu)জাহাঙ্গীর হোসাইন বাবলু
পিতা: চিশতী আব্দুল মালেক ফকির মাতা: মিসেস মেহেরুন্নেসা মালেক জন্ম: ১ জানুয়ারি ১৯৭১, খালিশপুর, খুলনা স্থায়ী: জুরকাঠী, থানা- নলসিটি, জেলা- ঝালকাঠী লেখালেখি: আশির দশকের মাঝামাঝি সময় থেকে প্রথম গ্রন্থ প্রকাশ : ২০০১ সন, একুশের গ্রন্থমেলা প্রকাশিত গ্রন্থ: ২৩টি এবং ২০১৭ এর একুশের গ্রন্থমেলায় প্রকাশিত ২টি, সর্বমোট ২৫টি
কবিতার বই: ১১টি- প্রণয় বিপ্লবে, উত্তাল দহন, ছিঃ, ত্রিধারায় প্রেমরথে, দাগ উল্লেখযোগ্য
উপন্যাস: প্রেমের প্রথম প্রিয়া, ভালোবাসার শেষ মিলন, ভাড়া বৌ, সামিরা এবং… উল্লেখযোগ্য গল্প: না তো, ঢেউ, কষ্টের গহীণে ডুবে, উল্লেখযোগ্য সম্পাদনা: কবিতা- উত্তরণ, কাল উত্তরণ, জনক ও জন্মভূমি সম্পাদক: কবিকণ্ঠ (কুয়েত), জীবনকণ্ঠ (বরিশাল) ম্যাগাজিন: মাসিক একুশে বাংলা (কুয়েত) প্রকাশিত লেখা: জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক মাসিক ও কুয়েতের ডেইলী আরব টাইমস, কুয়েত টাইমস সহ প্রায় সব ক’টি প্রচার মাধ্যমে সর্বমোট প্রায় সাড়ে আটশত লেখা প্রকাশিত হয় ।
অর্জন: ২০০২ সনে কুয়েতের বর্ণমালা সাংস্কৃতিক সংসদ প্রদত্ত ‘প্রবাসী ২১ শে পদক’ ও সম্মাননা পত্ৰ । কুয়েত দূতাবাস কর্তৃক প্রদত্ত ২বার সম্মাননা পত্র, কুয়েতে চার সংগঠনের যৌথ উদ্যোগে সাহিত্য ও সাংবাদিকতায় সম্মাননা পদক, কুয়েতে স্বাধীনতা দিবসে উদ্যাপন কমিটি প্রদত্ত ‘প্রবাসী স্বাধীনতা পদক’ অর্জন, ঢাকায় জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট, আওয়ামী শিল্পী- গোষ্ঠীসহ অন্যান্য চার সংগঠন কর্তৃক বিশেষ সম্মাননা পদক, জাতীয় কবি নজরুল গবেষণা সংগঠন ‘অনির্বাণ’ পদক, গাংচিল সাহিত্য সংগঠন রাজশাহী হতে সম্মাননা পত্র, এ ছাড়াও আরো ৯টি পদক ও পত্র অর্জন ।
সংগঠক: প্রতিষ্ঠাতা সভাপতি, কবি জীবনানন্দ দাশ সাহিত্য সংসদ, কেন্দ্রীয়। প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় কবিতা পরিষদ, কুয়েত শাখা। (২০০২ - ২০১৪ সাল) সেবা: নিয়মিত বিনামূল্যে রক্তদাতা ও মরোনোত্তর চক্ষুদাতা (সন্ধানী)
কর্মযোগ: চিত্র, প্রচারণী শিল্পকর্ম ও সাংবাদিকতা।
তথ্যসূত্র: ২০১৭ সালে প্রকাশিত ’দাগ’ গ্রন্থ থেকে সংকলিত।