মাহবুবা হাবিবা ( Mahbuba Habiba)

প্রথম পাতা » জীবনী » মাহবুবা হাবিবা ( Mahbuba Habiba)


মাহবুবা হাবিবা

আমাদের সমাজে কিছু মানুষ জন্য নেন তাঁর নিজ সুরভীতে সবাইকে সুভাসিত করার জন্য। তেমনি এক কবি ও লেখিকা “মাহবুবা হাবিবা”। ১৯৮৩ সালের ৩রা ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাংগাবাড়ি ইউনিয়নের জোকনালা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ডাঃ মাহবুবুর রহমান, মাতা- শেফালী পারভীন। কবির পিতা পেশায় একজন ডাক্তার ছিলেন। তিনি জেলা পর্যায়ে প্রধান ছিলেন। মাতা একজন গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। স্বামী মোঃ ফারুক মোল্লা। তিনি একজন সফল ব্যবসায়ী। কবির দুটি সন্তান ছেলে মাজেদ আল-দীন ফাহিম ও মেয়ে ফাহমিদা বিনতে ফারুক। কবি ১৯৯৯ সালে পাশের গ্রামের চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। ২০০১ সালে চৌবাড়ী ডাঃ সালাম জাহানারা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০০৬ সালে তেজগাঁ কলেজ, ঢাকা থেকে প্রাণরসায়ন বিভাগের স্নাতক করেন। কবি পেশায় একজন আদর্শ গৃহিণী। পাশাপাশি লেখালেখি ও আবৃত্তির চর্চা নিয়মিতই করে যাচ্ছেন। এছাড়াও কবি কাব্যের আলো সাহিত্য পরিষদের উপদেষ্টা, ফুলের মালা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, বিদ্যাপিঠ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, মানবতার ফেরিওয়ালা লেখক ফোরাম (মাফেলেফো) এর মহিলা বিষয়ক সম্পাদিকা ও পরিচালক সহ আরও বেশ কিছু সাহিত্য পরিষদের সাংগঠনিক কাজে যুক্ত আছেন। কবি ছোটবেলা থেকেই গান, নাচ কবিতা আবৃত্তি ও বেশ কিছু মঞ্চ নাটকও করেছেন। ইতিমধ্যে কবির বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থ (বিরহের শুকনো কাশফুল, আকাশ ছোঁয়া ভালোবাসা, কালের ঝরাপাতা, কাব্যের আলোড়ন, অপেক্ষায়) প্রকাশ পেয়েছে। এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছে। দৈনিক, মাসিক ও পাক্ষিক ম্যাগাজিনেও বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে।  কবির একক কাব্যগ্র “শেষ প্রহর” ।




আর্কাইভ