সাইমুন মুসা(Saimun musa)

প্রথম পাতা » জীবনী » সাইমুন মুসা(Saimun musa)


সাইমুন মুসা(Saimun musa)

জন্ম ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার ইয়াকুবপুর গ্রামে ।বাবা প্রবাসী ও মা গৃহিণী। চার ভাই বোনের মাঝে তিনি দ্বিতীয়।ইয়াকুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। পরবর্তীতে ফেনীর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পরীক্ষায় (২০১০) সালে উত্তীর্ণ হন। বিসিআইসি কলেজ থেকে (২০১২) সালে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন । সম্প্রতি তিনি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ।
লিখালিখির শুরু স্কুল জীবন থেকে। গল্প কবিতার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক লিখা বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখে যাচ্ছেন তিনি। রোহিঙ্গা মুসলিমদের নিয়ে লিখা তার “সে মুসলিম রোহিঙ্গা” কবিতাটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। “বৃত্তের ইতিবৃত্ত” তার প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ “কল্পমহ- লও” ।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ‘’বৃত্তের ইতিবৃত্ত’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ