মেরিনা সঈদ (marina sayeed)

প্রথম পাতা » জীবনী » মেরিনা সঈদ (marina sayeed)


মেরিনা সঈদ  (marina sayeed)

মেরিনা সঈদ
প্রথম কাব্যগ্রন্থ “চেতনার সুরধ্বনি”
২০০৪-এ একুশে বইমেলায়
প্রকাশিত হয়। দ্বিতীয় কবিতার
সংকলন ‘অবচেতন মন’ প্রকাশিত হয় ২০০৫-এ একুশে বইমেলায় । প্রয়াত বাবা বাঙ্গাল আবু সঈদ
প্রখ্যাত ঔপন্যাসিক।
একজন প্রখ্যাত
বাবা-মা হারা একমাত্র কন্যা,
মেরিনা সঈদের শৈশব থেকে
ঢাকায় বেড়ে ওঠা। আদিনিবাস
খুলনা জেলা শহরে। বর্তমানে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’তে বিবিএ অধ্যয়নরত। বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া লোকজও সাংস্কৃতিক অনেক মাধ্যমে তিনি জড়িত। অবসরে বাগান করা, সেলাই করা, ঘর গোছানো, রান্না করা, গান গাওয়া ছাড়াও লেখালেখি তার
অন্যতম শখ ।

তথ্যসূত্র: ২০০৬ সালে প্রকাশিত  ‘ভালবাসার ভালবাসায়’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ