আবুল কাসেম ফজলুল হক(Abul Quasem fazlul huq)
প্রথম পাতা » ড্রাফট » আবুল কাসেম ফজলুল হক(Abul Quasem fazlul huq)
তিনি ১৯৪৪ সালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ জেলা স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ পাস করেন এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা বৃত্তি’ নিয়ে বাংলা বিভাগে গবেষণা করেন । পেশা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ।
বর্তমান গ্রন্থে তিনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে স্বাধীন বাংলাদেশের সিকি শতাব্দীর ও পাকিস্তান কালের চব্বিশ বছরের রাজনীতি ও সংস্কৃতির স্বরূপ বিশ্লেষণ করেছেন এবং বিশেষকরে রাজনৈতিকভাবে সক্রিয় বুদ্ধিজীবীদের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচার করেছেন । বিশ্লেষণে ও বিচারে সর্বত্র তাঁর দৃষ্টিভঙ্গি নির্মোহ, নিরাসক্ত, স্বাধীন সত্যসন্ধ ও অবিচল । রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা তাঁর চিত্তকে বিশেষভাবে আলোড়িত, আন্দোলিত ও বিচলিত করেছে । এ গ্রন্থে আমাদের বিগত অর্ধ শতাব্দীর রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের অনেক জটিল রহস্য তিনি অত্যন্ত দুঃসাহসের সঙ্গে উন্মোচন করেছেন । এর প্রতিটি পৃষ্ঠায় বিধৃত আছে লেখকের গভীর অন্তর্দৃষ্টির, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার, দুর্লভ দূরদর্শিতার, সর্বোপরি দেশের জনসাধারণের প্রতি অন্তহীন আস্থার ও গভীর ভালোবাসার পরিচয় ।
তথ্যসূত্র: ২০০৭ সালে প্রকাশিত ‘’রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা’ গ্রন্থ থেকে সংকলিত।