শারমীন জাহান শাম্মী(Sharmin jahan shammi)

প্রথম পাতা » জীবনী » শারমীন জাহান শাম্মী(Sharmin jahan shammi)


 শারমীন জাহান শাম্মী(Sharmin jahan shammi)

জন্ম ৯ অক্টোবর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছড়িয়া গ্রামে নানাবাড়িতে। শৈশবের সব মধুর স্মৃতি এই মির্জাপুরের বাবার বাড়িও এই গ্রামে হওয়ায় দাদা, নানার আদরে দুরন্ত কিশোরী হয়ে ওঠে। সবুজ শ্যামল ঘেরা গ্রাম বাংলার প্রকৃতি লেখককে কাছে টানে। অসম্ভব রোমান্টিক, একই সাথে নরম ও কঠিন মনের মানুষ। বন্ধুবৎসল, মানুষের প্রতি সহমর্মিতার মন। পাঁচ বছর বয়সে গ্রাম থেকে শহরে চলে আসার পর টাঙ্গাইল শহরেই তার বেড়ে ওঠা, পড়ালেখা, সংস্কৃতি চর্চা। টাঙ্গাইল তার জীবন, ভালোবাসার শহর। সত্য কথা বলায় নির্ভীক, স্পষ্টবাদী আর প্রচণ্ড সাহসী। তার লেখনীতে সেটা স্পষ্ট প্রতীয়মান। অন্তর আর বাহির এক । ‘তুমি এলে অবেলায় তার তৃতীয় উপন্যাস। এটি একটি বিবাহিত নারীর প্রেমের উপন্যাস। বর্তমানে ঢাকার উত্তরায় লেখকের বসবাস। তার প্রথম বই ‘নারীর বেঁচে থাকা’ এবং দ্বিতীয় বই *জোছনার জলে ভিজব দুজন’ যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। ‘তুমি এলে অবেলায়’ উপন্যাসটিও পাঠকের কাছে সমাদৃত হবে বলেই আমাদের প্রত্যাশা।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ” তুমি এলে অবেলায় ‘’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ