শাহীনুর রেজা (Shahinur Reza)

প্রথম পাতা » জীবনী » শাহীনুর রেজা (Shahinur Reza)


শাহীনুর রেজা  (Shahinur Reza)

শাহীনুর রেজা  সবচেয়ে বড় সমস্যা আমি আমাকে চিনতে পারি না, খুব ভুল হয়ে যায়। নিতান্ত সহজ কাজকে জব্বর কঠিন ভেবে গা বাঁচিয়ে যেমন চলি, তেমনি অত্যন্ত কঠিন কাজ কখনো কখনো নির্দ্বিধায় করে ফেলি। তাই আমার সাথে কেউ একমত হলে সন্ত্রস্ত হই আবার কারো সাথে নিজেকে একত্র করতেও দ্বিধা। এ রকম দোদুল্যচিত্ততায় নিজেকে যোগ্যহীন মনে হয়। তবে কিছুদিন আগে এক নামকরা কবি সাহিত্যও সঙ্গীত বিষয়ক আলোচনা শেষে আমাকে বলেছিলেন, “লাখে একজন’ । - আমি হেসেছিলাম ।-
কবিতা লিখছি সেই স্কুল জীবন থেকে। কি রকম হচ্ছে, আদৌ কিছু হচ্ছে কি না, জানি না। বন্ধুরা সব নামকরা প্রকাশনী থেকে বই বের করছে- আমাকেও সাথে থাকতে হবে। কিন্তু আবারো সেই সমস্যা; প্রকাশকরা বলেন, কবিতার পাঠক টু পার্সেন্ট; কবিরা বলেন, কবিতা হলো সাহিত্যের নির্যাস; বন্ধুরা বলে, ধুত্তুরি ছাই! বই মেলায় বই চাই; আমি কিছু বলি না- হাসি ।
মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত’র মাঝ দিয়ে যে সঙ্কীর্ণ প্যাসেজ, সে রকম একটা আহ্লাদী পরিবারে বড় সন্তান হয়ে স্বাধীনতার আশে পাশে জন্ম। ।

তথ্যসূত্র: ২০০৪  সালে প্রকাশিত  ‘তোমাকে ছোঁব আমি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ