জসিম বিন ইদ্রিস ( jashim bin edriss)

প্রথম পাতা » জীবনী » জসিম বিন ইদ্রিস ( jashim bin edriss)


জসিম বিন ইদ্রিস  ( jashim bin edriss)

জসিম বিন ইদ্রিস   ১৯৮৮ সালের ১লা জানুয়ারি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বাবা মরহুম ইদ্রিস মিয়া ও মাতা মানসুরা বেগমের ৫ম সন্তান। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি বাঙলা কলেজ, ঢাকা থেকে তিনি ব্যবস্থাপনা বিষয়ে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কবির সৃজনশীল চিন্তা-ভাবনা তাকে লেখা-লেখিতে উৎসাহিত করে।
তিনি একজন মুক্তমনা মানুষ হিসাবে দীর্ঘদিন থেকে লেখার চেষ্টা করে আসছেন। “ইচ্ছে পূরণের আকুতি” তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ ।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  “ইচ্ছে পূরণের আকুতি” গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ