হাজেরা বেগম ( hazara begum)

প্রথম পাতা » জীবনী » হাজেরা বেগম ( hazara begum)


হাজেরা বেগম  ( hazara begum)

 হাজেরা বেগম   ICDDRB তে তিনি মা ও শিশু স্বাস্থ্যের উপর ডাটা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। স্বল্প সময়ের জন্য TVএবং stage Show করেছিলেন। তিনি ঢাকা লালন সংঘের সদস্য ছিলেন। এছাড়া উত্তরবঙ্গ হতে প্রকাশিত ‘পুনর্ভবা’ ও ‘প্রতিদিন’ পত্রিকা দু’টির ঢাকা ব্যুরোচীফ এর দায়িত্বও তিনি তিনি পালন করেছিলেন।
বর্তমানে America তে স্থায়ী নাগরিক এবং cellular phone এর ব্যবসায়ী হিসাবে কর্মরত আছেন । বিখ্যাত প্রসাধনী কোম্পানীর ফ্রি-ল্যান্সার হিসাবেও কাজ করেছেন।
কবি’র বাবা- হাজী মোঃ এমদাদ উল্যা, একজন গ্রাজুয়েট। জীবনের প্রথম দিকে তিনি দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক ছিলেন, পরে এয়ার ফোর্সে এয়ার ক্রাফট ইঞ্জিনিয়ার হিসাবে এবং শেষ জীবনে একজন সফল ব্যবসায়ী হিসাবে জীবন যাপন করেন। তার জন্ম ১৯১৩ লক্ষীপুর, রামগঞ্জে এবং ২০১৩ সালে ১০১ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ

করেন । কবি’র মাতা- রহিমা বেগম বিভিন্ন শিল্পকর্মে ও গৃহে দক্ষ গৃহীনি ছিলেন। তার জন্ম ১৯৩৩ সালে ফরিদগঞ্জ, চাঁদপুর এবং ১৯৯০ সালে ৫৭ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন । কবি’র দুই ছেলে জাকি হাশেম ও তাকি হাশেন নিয়ে সুখের সংসার।

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘যদি চাও ভলোবাসা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ