মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (muhammad elias kanchon)

প্রথম পাতা » জীবনী » মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (muhammad elias kanchon)


মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (muhammad elias kanchon)

মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন  লেখক একাধারে একজন কবি, তরুণ উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, ট্রেইনার, লাইফ কোচ এবং বিজনেস কনসালট্যান্ট। কোচ কাঞ্চন নামেই তিনি অধিক পরিচিত। নানা প্রতিকূল ও বন্ধুর পথ পাড়ি দিয়ে একক প্রচেষ্টায় তিনি তৈরি করেছেন নিজের সফলতার গল্প। প্রচন্ড গরমে মাথার উপর ঝোলানোর মত একটা ফ্যান কেনার টাকা ছিল না। বাড়িওয়ালার কাছ থেকে ধার করা সেকেন্ড হ্যান্ড ফ্যানও বেশিক্ষণ চালিয়ে রাখলে বাড়িওয়ালা কথা শোনাত। সেই অবস্থা থেকে নিজের আর্থিক সমৃদ্ধির পাশাপশি ২ শতাধিক তরুণ এর কর্মসংস্থান এর ব্যবস্থা করেছেন প্রিয়স্বপ্ন গ্রুপ এর মাধ্যমে। ২২ জেলায় এখন ৪৫ টি অফিসের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। একসাথে ৮ টি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে আর্ন্তজাতিক পর্যায়ে নিজের ব্যবসা সম্প্রসারণ করেছেন।
এই পর্যন্ত শতাধিক লাইফ চেঞ্জিং সেমিনার, ট্রেনিং ও ওয়ার্কশপ করেছেন তরুণদের জীবনে পরিবর্তন আনতে । সেই ঘটঘট আওয়াজের ভাঙ্গা ফ্যানের শব্দে জেগে থাকা থেকে আজ প্রিয়স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান।

তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত  ‘রি-স্টার্ট  ইয়োর লাইফ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ