আল জিন্নাত ফেরদৌস ( Al Jinnet Ferdush )
প্রথম পাতা » জীবনী » আল জিন্নাত ফেরদৌস ( Al Jinnet Ferdush )আল জিন্নাত ফেরদৌস
১৯৬৬ সালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বনখিদা গ্রামে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম
মরহুম এলাহী বকস্ ।
মাতার নাম মরহুমা ফেক্সিমা খাতুন । ছোটবেলা থেকে তার কাব্য প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে । সীমাহীন দারিদ্রতার ভিতর দিয়ে তিনি লেখালেখি চালিয়ে এসেছেন। ১৯৮৮ সাল হতে লেখকের লেখা কবিতা, উপন্যাস বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়, তার নাটক প্রচারিত হতে থাকে । লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস লক্ষ্মী মেয়ে ২০০২ ইং। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫ টি । তিনি বাংলাদেশ সরকারের ভাতাভোগী সংস্কৃতিসেবী ।
তথ্যসূত্র: ২০১৬ সালে প্রকাশিত ‘মানুষের জন্য মানুষ’ গ্রন্থ থেকে সংকলিত।