আইনুন নাহার লুবনা (ainun nahar lubna)

প্রথম পাতা » জীবনী » আইনুন নাহার লুবনা (ainun nahar lubna)


আইনুন নাহার লুবনা (ainun nahar lubna)

আইনুন নাহার লুবনা  ১৯৮২ সালের ২৭ নভেম্বর কুমিলা জেলার লাকসাম থানার অন্তর্গত আশকামতা মজুমদার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা: মৃত আব্দুল মতিন মজুমদার, মা: মৃত তাহমিনা বেগম ভূঁইয়া। পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে কবি আইনুন নাহার মজুমদার লুবনা সবার ছোট। এই কবি চট্টগ্রাম, কুমিলা ও ঢাকায় পড়াশুনা করেন এবং দেশের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। তিনি একটি বেসরকারী কলেজে অধ্যাপনা করার পাশাপাশি বীমা পেশায়ও নিযুক্ত আছেন। স্কুলে থাকতেই তার লেখালেখির জীবন শুরু। স্বামী ইমাম হোসেন বিপ্লব ও এক ছেলে নিয়ে তার সুখের সংসার। ‘একগুচ্ছ কবিতা’সহ তার বেশ কয়েকটি বই ইতিমধ্যে বের হয়েছে। তার আরো কিছু বই প্রকাশের পথে ।
লেখালেখি করা কবির অন্যতম শখ ।
কবি ঢাকার পূর্ব জুরাইনের রজব আলী সরদার রোডে বাস করেন।
তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘প্রেম নদীর তীরে’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ