মখদুম আজম মাশরাফী (mokhdum azam mushrafi)

প্রথম পাতা » জীবনী » মখদুম আজম মাশরাফী (mokhdum azam mushrafi)


মখদুম আজম মাশরাফী (mokhdum azam mushrafi)

মখদুম আজম মাশরাফী  ষাঠের দশক ছুঁই ছুঁই দীর্ঘ জীবন সংগ্রামের এক বিচিত্র অভিজ্ঞান লেখকের স্বপ্নচারী বেদুঈন জীবন। তেভাগা আন্দোলনের উর্বর ভূমি উত্তরবাংলার সদাজাগ্রত দেশ গ্রামের প্রকৃতি-সমাজ-সংস্কৃতি পরিবেশে বেড়ে ওঠা শৈশব-কৈশোর তাঁর যৌবনকে দিয়েছে দেশ-সীমানা না মানার এক অভিযাত্রী মন। বিদুষী জননী আর জাঁদরেল ব্রিটিশ পুলিশ কর্মকর্তার সন্তান এ লেখক ভূস্বামী বংশীয় ঐতিহ্যের নীল রক্ত ধারণ করেও থেকেছেন ভূমি সংলগ্ন ও জীবন-সংবেদী ।
আজীবন শিক্ষার্জনে ব্রতী লেখকের পবিত্র তীর্থগুলি হল ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, অস্ট্রেলিয়ার নিউ সাউথ বিশ্ববিদ্যালয়, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং অষ্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়। পেশায় বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসক। লেখকের কিশোর বয়সে মুক্তিযুদ্ধে গেরিলা সৈনিকের সশস্ত্র জীবন তাঁকে দিয়েছে এক দুর্লভ আলোড়িত অভিজ্ঞান। কাজ, শিক্ষার্জন ও ভ্রমণে প্রায় সারা ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর এশিয়ার দেশগুলোতে একাধিকবার গিয়েছেন তিনি।
১২ বছর বয়সে সাপ্তাহিক জনতা পত্রিকায় প্রকাশিত হয় লেখকের প্রথম কবিতা। আঁকা আঁকিতেও রয়েছে দক্ষতা। পূর্বদেশ, বিচিত্রা, সন্ধানী, ঢাকা ডাইজেস্ট, চিত্রবাংলা, স্বদেশসহ বিভিন্ন প্রকাশনায় কৈশোর থেকেই তাঁর ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্প, স্মৃতিকথা প্রকাশিত হতো । মহফিল হক সম্পাদিত “বাংলাদেশের নির্বাচিত কবিতা” (১৯৮৭) এবং মহফিল হক ও পবিত্র মুখোপাধ্যায় সম্পাদিত “দুই বাংলার আধুনিক কবিতা” (১৯৯৬) সংকলন দু’টিতে অন্তর্ভুক্ত আছে তাঁর কবিতা। ডাকসু, ঢাকা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ ছাড়াও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রচুর পুরষ্কারে ভূষিত হন। বিতর্ক, আবৃত্তি ও রচনায় আছে তাঁর সমান পারদর্শিতা। হিন্দি, উর্দু ও বিদেশী ভাষা স্বাক্ষরতা সে সাহিত্য ধারা গুলিতেও তাঁকে সতত যুক্ত রেখেছে । ঢাকা বেতারে নবীন কণ্ঠ, উত্তরণ, তরুণকণ্ঠ এবং ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন তিনি’ । রংপুর বেতারে সাহিত্য ম্যাগাজিন অনুষ্ঠান ও সংবাদ পাঠ সহ বাংলাদেশ বেতারে যুক্ত ছিলেন প্রায় এক দশক ব্যাপী একাধিক বার তিনি জাতীয় টেলিভিশন বিতর্কে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন । প্রবাসী জীবনেও সাহিত্য, সংস্কৃতি আর সামাজিক জগতে তিনি সিডনি, এডেলেইড, মেলবোর্ন ও পার্থের একটি পরিচিত মুখ । তিন কন্যা ও দুই পুত্রের পিতা তিনি।

তথ্যসূত্র: ২০১৫  সালে প্রকাশিত  ‘সীমান্ত কথা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ