আবু তাহের মজুমদার (abu taher mojumder)

প্রথম পাতা » জীবনী » আবু তাহের মজুমদার (abu taher mojumder)


আবু তাহের মজুমদার  (abu taher mojumder)

আবু তাহের মজুমদার   জন্ম: ফেনী জানুয়ারী ২৯, ১৯৪০) একজন শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক ছোটগল্প লেখক, এবং অনুবাদক ও কবি। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের জন্য গান লিখেছেন। টেলিভিশন থেকে কয়েকটি নাটকও প্রচারিত হয়েছে। ১৯৯২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারে গ্রন্থ আলোচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি. এ. অনার্স এবং এম. এ. (১৯৬১, ১৯৬২) এবং যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার মাধ্যমে এম. এ. ডিগ্রি অর্জন করেন (১৯৭২)। কমনওয়েলথ্ একাডেমিক স্টাফ ফেলো হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে (১৯৭৮-৭৯) এবং সিনিয়র ফুলব্রাইট রিসার্চ ফেলো হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অন্তর্গত জ্যাকসনভিলে অবস্থিত ইউনিভার্সিটি অফ নর্থ ফ্লোরিডায় (১৯৯০-৯১) গবেষণা করেন। এশিয়াটিক সোসাইটি এবং বাংলা একাডেমীর জীবন সদস্য। গণশিক্ষায় নিয়োজিত বাংলাদেশ সাক্ষরতা সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৬২ সাল থেকে বেসরকারী এবং সরকারী কলেজে চাকুরী করার পর ১৯৭৩ সালের মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন এবং এখানে ১৯৮৫ সাল থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বিভাগের চেয়ারম্যান, কলা ও মানবিকী অনুষদের ডীন, হলের প্রাধ্যক্ষ, পরিবহণ প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১ লা অক্টোবর, ২০০৪ থেকে তিনি মিরপুর-২ এ অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি- তে (BUBT) ইংরেজি বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান, ও ১লা অক্টোবর, ২০০৬ থেকে কলা ও মানবিকী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডীন হিসেবে কর্মরত।

তথ্যসূত্র: ২০০৭  সালে প্রকাশিত  ‘বৈধ  বিলাস’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ