কাজী শফিকুল আযম (Kazi Shofiqul Azam)

প্রথম পাতা » জীবনী » কাজী শফিকুল আযম (Kazi Shofiqul Azam)


কাজী শফিকুল আযম (Kazi Shofiqul Azam)

কাজী শফিকুল আযম  জন্ম মাগুরার চৌগাছি গ্রামে ১৯৬০ সালের ১১ মে । ১৯৭৫ সালে তিনি চৌগাছির স্কুল থেকে এসএসসি ও ১৯৭৭ সালে
মাগুরা কলেজ থেকে এইচএসসি পাস ঢাকা করেন । ১৯৮১ সালে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে অনার্স ও ১৯৮২ সালে একই বিভাগ থেকে মাস্টার্স করেন । ১৯৮২ সালে বিসিএস নিয়মিত ব্যাচের অডিট ও একাউন্টস ক্যাডারে যোগ দেন । বর্তমানে তিনি অতিরিক্ত সচিব হিসেবে অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত।

তথ্যসূত্র: ২০১৪  সালে প্রকাশিত  ‘গল্পে গল্পে নীতিকথা’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ