আখতার উজ্জামান সুমন (akhter uzzaman soman)

প্রথম পাতা » জীবনী » আখতার উজ্জামান সুমন (akhter uzzaman soman)


আখতার উজ্জামান সুমন (akhter uzzaman soman)

আখতার উজ্জামান সুমন ‘হলদে পাখির নীড়” কবির দ্বিতীয় কাব্যগন্থ’ তথা তৃতীয় গ্রন্থ । অপার সৌন্দর্যের লীলাভূমি ‘একটি কুড়ি দু’টি পাতা খ্যাত বৃহত্তর সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার কড়রা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে লেখকের জন্ম। একপাশে পাহাড়ি সবুজ আর আরেক পাশে শিল্পকারখানার যান্ত্রিকতা; দু’য়ে মিলে অদ্ভুত মিথষ্ক্রিয়ায় এক রহস্যময় সম্মোহক।
বাবা ব্যাংক কর্মকর্তা ও মা গৃহিণী। বাবার চাকুরির সুবাদে শৈশব কেটেছে নিজ গ্রামের বাহিরে। বিজ্ঞান শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি পাশ করেন। ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে এইচএসসি পাশ করার পর কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যসহ ডিগ্রী অর্জন করেন। কুমিল্লা মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন । তারপর কুমিল্লা ন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজেও শিক্ষকতা করেন কিছুদিন। বর্তমানে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া, কুমিল্লা’-য় কর্মরত
আছেন । তাঁর সৃষ্টিসমূহের মধ্যে রয়েছে- গ্রন্থঃ একটি মানচিত্রের রক্ত; কাব্যগ্রন্থঃ রাত জাগানিয়া, হলদে পাখির নীড়; প্রবন্ধঃ বাংলা ভাষার উৎপত্তি নামকরণ ও বিলুপ্তি, সম্পর্ক, লেখক বনাম এডিটর, ভ্রমণশিল্প, শৈশবের বিদ্যানিকেতন।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  ‘হলদে পাখির নীড়”   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ