বায়াজিদ গালিব (Bayazid Galib)

প্রথম পাতা » জীবনী » বায়াজিদ গালিব (Bayazid Galib)


 বায়াজিদ গালিব

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে রাধানগর মজুমদার পাড়া, পাবনায়। সাহিত্যচর্চার অনুপ্রেরণা তার ছোট মামা খাজা আব্দুল কুদ্দুস। বায়াজিদ গালিব পাবনা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক, ঢাকার নটরড্যাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। জাপান থেকে সিরামিক্স প্রযুক্তির উপর ডিপ্লোমা সম্পন্ন করে বেঙ্গল ফাইন সিরামিকসে মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি  ১৯৯৬ থেকে দীর্ঘসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ছিলেন। বর্তমানে ক্যানাডার ক্যালগেরিতে বসবাস করছেন। তার অনেক রম্যরচনা প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। তাছাড়াও ক্যালগেরীর স্থানীয় পত্রিকা যোগাযোগ, বাংলা টাইমস, প্রবাস বাংলা ভয়েস তাঁর অনেক ছোট গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেছে। লেখকের প্রকাশিত বই- যে দেশ দেশ না, হৃদয়ের এ কূল ও কূল এবং গোলগাপ্পা।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘বাসর রাতের বিড়াল’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ