মোহাম্মদ সফিকুল ইসলাম (এস আলম) md.shofiqul islam (s alam)
প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ সফিকুল ইসলাম (এস আলম) md.shofiqul islam (s alam)মোহাম্মদ সফিকুল ইসলাম (এস আলম) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত পূর্বগ্রামে জন্মগ্রহণ করেন কবি মোহাম্মদ সফিকুল ইসলাম (এস আলম)। পিতা- হাজী আব্দুস সামাদ ও মাতা- ইয়ারুণ নেছার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয় সন্তান কবি মোহাম্মদ সফিকুল ইসলাম (এস আলম)। তিনি শিক্ষা জীবনে ১৯৯২ সালে নিজ গ্রামে পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এস, এস, সি এবং ১৯৯৪ সালে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ হতে এইচ, এস, সি পাস করেন।
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ‘হঠাৎ এসে দাড়িয়ে কাছে’ গ্রন্থ থেকে সংকলিত।