শামীম সিদ্দিকী ( shameem siddiquee)

প্রথম পাতা » জীবনী » শামীম সিদ্দিকী ( shameem siddiquee)


শামীম সিদ্দিকী ( shameem siddiquee)

শামীম সিদ্দিকী    কিশোরগঞ্জ জেলা শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে স্নিগ্ধ নিসর্গের গ্রাম কড়িয়াইলে ১ ডিসেম্বর ১৯৭২ শামীম সিদ্দিকীর জন্ম। পিতা প্রফেসর মাহতাব উদ্দীন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা এবং রাজনীতিতে সক্রিয় ছিলেন। মা রওশন আরা বেগম জ্যোৎস্না কিশোরগঞ্জের এস.ভি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সমকালীন সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং রাজনীতিতে ভূমিকা রাখেন । শৈশব ও বাল্যশিক্ষা কড়িয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে মাধ্যমিক ও গুরুদয়াল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কবি নেত্রকোনা সরকারি কলেজে কর্মজীবন শুরু করে বর্তমানে ঢাকা কলেজে বাংলা বিভাগের প্রভাষক ।
তথ্যসূত্র: ২০০৯ সালে প্রকাশিত  ‘অচেনা ফুলের লোভে’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ