সুমন সাজ্জাদ (sumon sajjad)

প্রথম পাতা » জীবনী » সুমন সাজ্জাদ (sumon sajjad)


সুমন সাজ্জাদ  (sumon sajjad)

সুমন সাজ্জাদ   জন্ম ৮ মে ১৯৮০, বিষ্ণুপুর, শেরপুর ।
পড়েছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর সরকারি কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে । পেশায় শিক্ষক- বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
প্রকাশিত বই ৮টি। কবিতা : পতনের শব্দগুলো (২০০৭), ইশক (২০১৪), নীলকণ্ঠের পালা (২০১৪), প্যাপিরাসে লেখা (২০১৬); প্রবন্ধ : প্রকৃতি, প্রান্তিকতা জাতিসত্তার সাহিত্য (২০১১), আধুনিকতা ও আত্মপরিচয় (২০১৬); রম্যগদ্য : রসেবশে বারোমাস (২০১৫); অনুবাদ : হোমারের দেশ থেকে (২০১৬) । পেয়েছেন এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১১।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ‘উজান স্রোতের তরী’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ