আলামিন মোহাম্মদ(Alamin Muhammad)

প্রথম পাতা » জীবনী » আলামিন মোহাম্মদ(Alamin Muhammad)


 আলামিন মোহাম্মদ(Alamin Muhammad)
ব্যক্তিগত জীবনে রয়েছে নানা অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় হয়েছেন ‘ক্যাম্পাস হিরো’, পেয়েছেন ‘ডিউক অফ এডিনবার্গ’ পুরস্কার, লোকসংস্কৃতি রক্ষায় গড়েছেন ‘লোরক’ এর মতোন প্রশংসিত প্রতিষ্ঠান। তাকে জিজ্ঞেস করলে অবশ্য মানুষের ভালোবাসাটাকেই সবচেয়ে বড় অর্জন বলে দেন অকপটে।
কর্পোরেট চাকরির ব্যস্ততা শেষেও প্রাণ খুলে বাঁচেন রোজকার প্রতিটি মুহূর্ত । ভাগ করে নেন আপনজনদের আনন্দ বিষাদের মুহূর্তগুলো; নিজের মতোন করে জীবনকে উপভোগ করতে অনুপ্রাণিত করেন প্রিয়জনদেরকে। এতোসবের ভিড়েও প্রাণ দিয়ে যাচ্ছেন স্বপ্নগুলোকে। ফেসবুক, ব্লগে লেখালেখির পাশাপাশি পছন্দের শব্দগুলোকে মলাটবন্দি করছেন বহুদিন থেকেই। ‘শখের অসুখ’, ‘হুমায়ূন আহমেদের সাথে এক রাত’ এবং ‘গান্ধী স্যার’ তার পরপর তিন বইমেলায় প্রকাশিত তিনটি বই, যেগুলো ইতিমধ্যেই তরুণ লেখক হিসেবে তাকে দিয়েছে পাঠকপ্রিয়তা।

তথ্যসূত্র :২০১৯ সালে প্রকাশিত “মোরাল অব দ্য স্টোরি ” গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ