রোদেলা নীলা (Rodela Neela)
প্রথম পাতা » জীবনী » রোদেলা নীলা (Rodela Neela)
কবি ও গল্পকার রোদেলা নীলা একজন স্বাধীনচেতা মানুষ, তার কবিতা, প্রবন্ধ বা গল্প লেখায় আছে আধুনিকতার ছোঁয়া এবং নিজেকে মেলে ধরার আকাঙ্ক্ষা। তার প্রিয় বিষয় কবিতা। এর বাইরেও তিনি নিয়মিত দেশ এবং দেশের বাইরের দৈনিক পত্রিকায় নিয়মিত লেখেন। ঘুরতে পছন্দ করেন বলেই তার গল্পের ভাঁজে ভাঁজে আছে ভ্রমণ পিয়াসীদের জন্য অজানা তথ্য। বেতার বাংলা পত্রিকায় ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয় তার লেখা গল্প ‘নীল শাড়ি’। এরপর থেকে তার লেখা জায়গা করে নেয় দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, অনন্যা পাক্ষিক ম্যাগাজিন, পাক্ষিক রোদসী, ত্রৈমাসিক পত্রিকা জয়তী, নিউইউর্কের দেশ পত্রিকা থেকে আরম্ভ করে বহু অনলাইন প্লাটফর্মে। বাংলা ব্লগগুলোতে আছে তার সারাক্ষণ পদচারণা। শব্দনিড় ব্লগ, সামহোয়ারইন ব্লগ, বিডিনিউজ ব্লগ, মুভি ডাটা বেজ ব্লগে নিয়মিত লিখে আসছেন কবি রোদেলা নীলা। বাংলাদেশসহ ভারতের কোলকাতায় রয়েছে তার অসংখ্য ভক্ত পাঠক। ২৬ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে ঢাকায় কবির জন্ম।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে স্নাতকোত্তর করেছেন। বাবা মরহুম আব্দুল হামিদ; পেশায় ছিলেন সরকারি কর্মকর্তা। আদি নিবাস টাংগাইলে হলেও ঢাকাতেই তার বেড়ে ওঠা। মা মাজেদা বেগম সব সময় লেখালেখির বিরোধিতা করে আসলেও প্রকাশিত সব লেখা খুটিয়ে পড়েন এবং ভুল ধরে দেন। ইচ্ছে আছে জীবনের শেষ সময়টা বিশ্ব ঘুরে কাটাবেন।