মুহঃ ফরহাদ মুর্তাজা প্রধান (md. farhad murtaza prodhan)

প্রথম পাতা » জীবনী » মুহঃ ফরহাদ মুর্তাজা প্রধান (md. farhad murtaza prodhan)


মুহঃ ফরহাদ  মুর্তাজা প্রধান (md. farhad murtaza prodhan)

মুহঃ ফরহাদ  মুর্তাজা প্রধান  রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়মির্জাপুর গ্রামে ১৯৬৭ সালে জন্মগ্রহন করেন। পিতা: মরহুম মকছুদর রহমান প্রধান, মাতা: বেগম ফজিলাতুন্নেছা। ১৯৮২ সালে শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. ও ১৯৮৪ সালে গাইবান্ধা সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারমাইকেল কলেজ, রংপুর থেকে ইংরেজীতে এম.এ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মিঠাপুকুর উপজেলাধীন ছড়ান ডিগ্রী কলেজে ইংরেজীর প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত   ভাবনার বরফ,   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ