আনোয়ার হোসেন ( anower hossain)
প্রথম পাতা » জীবনী » আনোয়ার হোসেন ( anower hossain)আনোয়ার হোসেন ১ মে ১৯৬৬ খ্রি., রশিদপুর, জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাবা মৃত ময়েন উদ্দিন এবং মা মৃত হাজেরা খাতুন । পড়াশোনা করেছেন প্রকৌশল বিষয়ে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী অর্জন করেন। পড়াশোনার বিষয় প্রকৌশল হলেও শব্দের সাথে শব্দ সাজিয়ে গড়ে তুলেছেন কাব্যের ইমারত। ছেলেবেলা থেকেই তিনি লেখালেখির প্রতি গভীর অনুরাগী। তাঁর লেখা কবিতা “দৈনিক যুগান্তর, দৈনিক যায়যায়দিন, দৈনিক ইনকিলাব, ইনকিলাব, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক এশিয়ার বাণী, দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সাহিত্য পাতায় প্রকাশিত হচ্ছে নিয়মিত। পেশায় তিনি একজন সরকারী চাকুরীজীবি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক ।
স্ত্রী খন্দকার কামরুন নাহার, পুত্র সাকিব আনোয়ার (রিদম) এবং কন্যা অহনা তাবাসসুম (রাইমা) কে নিয়ে সাজানো সংসার ।
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ‘আমার আকাশ তুমি’ গ্রন্থ থেকে সংকলিত।