আবদুল লতিফ (জীবনী)

প্রথম পাতা » জীবনী » আবদুল লতিফ (জীবনী)


 আবদুল লতিফ

আবদুল লতিফ কালজয়ী বিভিন্ন গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। আবদুল লতিফ ১৯২৭ খ্রিস্টাব্দে বরিশাল জেলার দীর্ঘদিন বাংলাদেশ বেতারে চাকরি করেছেন। ১৯৭৪ খ্রিস্টাব্দ থেকে ৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের তিনি উপপরিচালকসহ (সঙ্গীত) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।৫২-এর ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশপ্রেম ও উদ্দীপনামূলক বহু সঙ্গীত রচনা ও সুরারোপ করেন। সঙ্গীতের বরেণ্য শিক্ষক ছিলেন তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধেও তাঁর গান আমাদের অনুপ্রেরণা যুগিয়েছিল। তিনি ১৯৭৯ খ্রি. পদক এবং ২০০২ খ্রি. স্বাধীনতা দিবস পুরস্কারসহ সারাজীবনে বহু সম্মানে ভূষিত হন। তিনি ছিলেন বাংলা একাডেমি ফেলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ এই বিখ্যাত গানের প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। বায়ান্নর ভাষা আন্দোলন কালে দমন পীড়নের মধ্যেও তার নির্ভীক কণ্ঠ গেয়ে ওঠেছিল ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ কিংবা ‘বাঙালি ঢাকার শহর রক্তে ভাসাইলি’। সেই ভাষার মাসের ২৬ তারিখ (২০০৫ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি) তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা, স্ত্রী ও অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ