আমিরুল ইসলাম আমির (Amirul Islam Amir)

প্রথম পাতা » জীবনী » আমিরুল ইসলাম আমির (Amirul Islam Amir)


 আমিরুল ইসলাম আমির

 আমিরুল ইসলাম আমির

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগের একজন অধ্যাপক। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। নাটক, উপন্যাস, বিজ্ঞানকল্প উপন্যাস, ছোটগল্প, রম্যরচনা, ভ্রমণ সাহিত্য এবং কবিতা প্রতিটি শাখাতেই তিনি সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। গান লেখা ও সুরারোপ করা তাঁর আরেকটি স্বতঃস্ফূর্ত বিচরণ ক্ষেত্র।ভ্রমণ তাঁর একটি অন্যতম শখ। দেশ ও দেশের বাইরে সুযোগ পেলেই দেখেছেন প্রকৃতি, মানুষ ও ঐতিহ্য। ছাত্রজীবনে সাংবাদিকতাও করেছেন। বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধ এই লেখকের লেখনী তাই অনন্য একটি রূপ লাভ করে যা তাঁকে আলাদাভাবে চিনতে সাহায্য করে। আমিরুল ইসলাম আমির ২৯ জানুয়ারি ১৯৭৩ সালে ঢাকা
জেলার সাভার থানার কাশীপুর গ্রামে দাদার বাড়িতে জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র:  ২০২০  সালে প্রকাশিত  ‘অনুভবের শব্দসণ্ঞয়’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ