লেখক অরুণ বর্মন(জীবনী)

প্রথম পাতা » জীবনী » লেখক অরুণ বর্মন(জীবনী)


,লেখক অরুণ বর্মন

জন্ম: ৬ই সেপ্টেম্বর ১৯৭৩ খ্রিষ্টাব্দ, ২০শে ভাদ্র ১৩৮০ বঙ্গাব্দ। পিতা স্বর্গীয় প্রফুল্ল বর্মন ও মাতা বামনী রানী। জন্মস্থান ও বেড়ে ওঠা খুলনা জেলার দাকোপ থানাধীন চান্নির চক গ্রামে। তিনি রাজনগর চান্নির চক পাঠশালায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েন। পরে মাধ্যমিক পর্যায়ে কালিনগর জিসি মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন এবং সেখান থেকে ১৯৮৮ সালে মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে খুলনা সরকারী সুন্দরবন কলেজ ও যশোর সরকারী মাইকেল মধুসুদন বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে উচ্চমাধ্যমিক, স্নাতক
ও স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমান তিনি যশোর জেলার সদর থানাধীন আমদাবাদ ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং যশোর শহরের শেখহাটি দক্ষিন পাড়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। তিনি ছাত্র জীবন থেকেই সাহিত্যকর্মের সাথে জড়িত আছেন। তাঁর শিশুসাহিত্য, ছড়া, গল্প, কবিতা ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতোমধ্যে তাঁর “কচিকাঁচার সন্দেশ” ও রক্তে মুজিব” নামে দুটি একক কাব্যগ্রন্থ বের হয়েছে। এছাড়াও একাধিক যৌথ বই রয়েছে।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ