জহুর হোসেন চৌধুরী (জীবনী)
প্রথম পাতা » জীবনী » জহুর হোসেন চৌধুরী (জীবনী)
জন্ম চট্টগ্রাম শহরে, ২৭ জুন, ১৯২২। পৈতৃক খান বাহাদুর আবদুল আজিজ। দুই বছর বয়সে মাতৃহীন হন । অতঃপর মাতামহী কর্তৃক লালিতপালিত হন। ১৯৪২-এ কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে অনার্সসহ বি.এ. পাস করেন। কর্মজীবন শুরু ১৯৪৫-এ কলকাতার ‘স্টেটসম্যান’ পত্রিকায়। দৈনিক‘আজাদ’ ও ইংরেজি সাপ্তাহিক ‘কমরেড’-এ
কিছুদিন সাংবাদিকতা করেন, কয়েক বছর বাংলা সরকারের জনসংযোগ বিভাগে কাজ করার পর পূর্ব পাকিস্তানে আগমন এবং ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক পা কিস্তান অবজারভার’-এ সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। ১৯৫১-তে সং বাদ’ পত্রিকায় যোগদান এবং দীর্ঘকাল এই পত্রিকার সম্পাদক (১৯৫৪-’৭১) হিসেবে দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব প্রতিষ্ঠার অন্যতম স্থপতি। ‘পাক-চীন মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক। ‘পাক-সোভিয়েত মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (১৯৫৭) প্রতিষ্ঠাতা সদস্য। ষাটের দশকের মধ্যভাগ থেকে সোভিয়েত আদর্শের একজন দৃঢ় সমর্থক ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ‘কাউন্টার পয়েন্ট’ নামে একটি ইংরেজি সাময়িকী প্রকাশ করেন। কিছুকাল পর পত্রিকাটি বন্ধ হয়ে গেলে ‘সংবাদ’-এ ‘দরবারে জহুর’ নামে নিয়মিত কলাম লিখে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৮১-তে জেবুন্নেসা মাহবুউল্লাহ স্বর্ণপদক এবং ১৯৮১-তে মরণোত্তর ‘একুশে পদক’ লাভ করেন । জহুর হোসেন চৌধুরী ছাত্রাবস্থায় বিপ[]বী নেতা মানবেন্দ্র রায়ের সঙ্গে পরিচিত হন এবং তাঁর প্রেরণায় বাঙালি মুসলমান সমাজে প্রগতিশীল চিন্তাধারা প্রচারের জন্যে সচেষ্ট হন। তাঁর কিছু রচনা হাবীবুল্লাহ বাহার ও শামসুননাহার মাহমুদ সম্পাদিত মাসিক পত্রিকা ‘বুলবুল’-এ প্রকাশিত হয়। দেশে পাকিস্তান সরকারের গণবিরোধী চক্রান্ত এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। সমকালীন রাজনীতির উপর তাঁর তির্যক ও বিশ্লেষণমূলক রচনার জন্য অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ১৯৬৬-১৯৬৭-তে ধারাবাহিকভাবে ‘সংবাদ’-এর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘দেশ কোন পথে’ শিরোনামে সম্পাদকীয় উল্লেখযোগ্য রচনা। তিনি ১১ ডিসেম্বর, ১৯৮০ মৃত্যুবরণ করেন ।