রোজিনা মাহমুদ রোজী (rujina mahmud ruji)

প্রথম পাতা » জীবনী » রোজিনা মাহমুদ রোজী (rujina mahmud ruji)


রোজিনা মাহমুদ রোজী

রোজিনা মাহমুদ রোজী  জন্ম ১৯৭৭ সালের ২০ মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী শিক্ষাগত যোগ্যতা-ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতকোত্তর। পিতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোহাম্মদ আলী ও মাতা জাহানারা মাহমুদ বকুল। পেশা-শিক্ষকতা, তিনি ২০১৯ সালে মানিকগঞ্জ জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই লেখালেখি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। বর্তমানে “টিচার্স ড্রিম” সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) দিশারী, জাগরণী, নবারণ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছন।

তথ্যসূত্র: ২০২২  সালে প্রকাশিত  ‘আত্নবিলাপ’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ