মোহাম্মদ মোদাব্বের(জীবনী)

প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ মোদাব্বের(জীবনী)


মোহাম্মদ মোদাব্বের
বঙ্গ-নিউজঃ   খ্যাতিমান সাংবাদিক ও শিশু সংগঠক মোহাম্মদ মোদাব্বেরের জন্ম শালিপুর গ্রাম,চব্বিশ পরগণা, ৬ অক্টোবর, ১৯০৮। সাংবাদিক ও সাহিত্যিক। স্থানীয় স্যার আর. এন. মুখার্জী হাই স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস (১৯২২) করেন। যাদবপুর গোড়ীয় বিদ্যায়তনে কিছুকাল অধ্যয়ন শেষে পিতৃব্য মুজিবর রহমানের (সাপ্তাহিক দি মুসলমান’ পত্রিকার সম্পাদক) কাছে সাংবাদিকতায় তালিম গ্রহণ করেন। দি মুসলমান’ (১৯০৬) 3 ‘খাদেম’ (১৯২৬) পত্রিকায় সাংবাদিকতা (১৯২৪-১৯৩৩) করেন। ১৯৩০-এ শিশু সাহিত্যিক হোসনে আরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৩৫-এ নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘ডেইলি ফরওয়ার্ড” পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। একই বছর (১৯৩৫) সাপ্তাহিক ‘মোহাম্মদী’ পত্রিকার বার্তা সম্পাদক পদে নিযুক্তি লাভ করেন। দৈনিক ‘আজাদ’ (৩১ অক্টোবর ১৯৩৬) প্রকাশিত হলে এর বার্তা সম্পাদক নিযুক্ত হন। ‘বাগবান’ ছদ্মনামে এ পত্রিকার ছোটদের পাতা ‘মুকুলের মাহফিল সম্পাদনা করেন। জাতীয় শিশু-কিশোর সংগঠন মুকুল ফৌজের প্রতিষ্ঠাতা তিনি। ১৯৪৮-এ ‘ইত্তেহাদ’ (১৯৪৬) পত্রিকায় যোগদান করেন। অবিভক্ত বঙ্গের একজন বিশিষ্ট রাজনৈতিক আইনে ও ১৯৩৪-এ আন্তঃপ্রদেশ ষড়যন্ত্র মামলায় কারা নির্যাতন ভোগ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৯-এর আগস্ট মাসে কলকাতা ত্যাগ করে ঢাকায় আগমন করেন। অতঃপর ‘অর্ধ-সাপ্তাহিক পাকিস্তান’ (১৫ আগস্ট ১৯৪৯) নামক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন। দৈনিক ‘মিল্লাতের’ (অক্টোবর ১৯৫২) প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক। ১৯৬৫-তে সাংবাদিকতার পেশা থেকে অবসর গ্রহণ করেন। খ্যাতনামা সাহিত্যিক। শিশু-সাহিত্যের রচয়িতা হিসেবে সমধিক প্রসিদ্ধি লাভ করেছেন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: শিশু-সাহিত্য-হীরের ফুল (১৯৩০), তাকডুমাডুম (১৯৩০), মিসেস লতা সান্যাল এবং আরও অনেকে (১৯৩৩), কিসসা শোন (১৯৫০), ডানপিটের দল (১৯৬২), গল্প শোনো (১৯৭১), বউ হারালো হুলো বিড়াল (১৯৭৯); ভ্রমণ কাহিনি- জাপান ঘুরে এলাম (১৯৫৯), প্রবাল দ্বীপে (১৯৭৪); বিবিধ- সন্ধানী আলো (১৯৪৩), আনলো যারা জীবনকাঠি (১৯৪৬), আমার প্রথম লেখা (১৯৫৭), সাংবাদিকের রোজনামচা (১৯৭৭), ইতিহাস কথা কয় (১৯৮১), নজরুল ইসলাম (১৯৮২)। তিনি শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৫) ও সাংবাদিকতায় একুশে পদক (১৯৭৯) লাভ করেন। মৃত্যু. ঢাকা, ২১ এপ্রিল, ১৯৮৪।




আর্কাইভ