ডলি সায়ন্তনী (Doli Sayontoni)
প্রথম পাতা » জীবনী » ডলি সায়ন্তনী (Doli Sayontoni)ডলি সায়ন্তনী
( জন্ম-২২ আগস্ট ১৯৭৫) হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী এবং ব্যবসায়ী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে পদচারণা শুরু করেন।তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি ১৫টি একক অ্যালবাম, ১০০টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবামের কাজ করেছেন। এছাড়াও তিনি ৭০০টির উপরে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তার গাওয়া প্রথম চলচ্চিত্র ছিল উত্থানপতন। গানের কথা ছিল রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা। তিনি ২০০৪ সালে সেরা গায়িকা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা ২ আসনে বিএনএম মনোনিত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে নোঙ্গর প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদন্দীর কাছে হেরে যান।
চলচ্চিত্রের তালিকা
উত্থান পতন - ১৯৯২
কুলি - ১৯৯৭
টাইগার - ১৯৯৭
কে আমার বাবা - ১৯৯৯
ম্যাডাম ফুলি - ১৯৯৯
পাগলা ঘণ্টা - ১৯৯৯
অনন্ত ভালবাসা - ১৯৯৯
কারাগার - ২০০৩
চার সতীনের ঘর - ২০০৫
জীবন মরনের সাথী - ২০১১
বস নাম্বার ওয়ান - ২০১১
খোদার পরে মা - ২০১২
ডন নাম্বার ওয়ান - ২০১২
ফুল এন্ড ফাইনাল - ২০১৩
লালচর - ২০১৫
মেয়েটি এখন কোথায় যাবে - ২০১৭
উল্লেখযোগ্য গান
“কালিয়া”
“হে যুবক”
“নিতাইগঞ্জ”
“আমার মাটির গাছে লাউ ধইরাছে”
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া