গওহর জামিল(জীবনী)
প্রথম পাতা » জীবনী » গওহর জামিল(জীবনী)
গওহর জামিলের জন্ম সিরাজী গ্রাম, মুন্সীগঞ্জ ১৯২৮ নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক। হিন্দুকুলে জন্ম। পৈতৃক নাম গণেশ ন নৃত্যশিল্পী ও অভিনেত্রী রওশন জামিলের সঙ্গে বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ ও গওহর জামিল নাম ধারণ করেন। ভাস্কর দেব, উদয়শঙ্কর, মারুথাপ্পা পিনাই ও রামনারায়ণ মিত্রের কাছে নৃত্যকলা শিক্ষা গ্রহণ করেন। ভারত নাট্যম ও কথক নৃত্যে পারদর্শিতা অর্জন করেন। বুলবুল ললিতকলা একাডেমির নৃত্যকলা বিভাগে কিছুকাল শিক্ষকতা করেন। নৃত্যশিল্প প্রসারের ক্ষেত্রে বিশিষ্ট ভূমিকা পালন করেন। ঢাকায় নৃত্যকলা শিক্ষা প্রতিষ্ঠান জাগো আর্ট সেন্টার (১৯৫৯) স্থাপন করেন। তিনি ছিলেন এর পরিচালক ও অধ্যক্ষ। তিনি ছায়াছবির নৃত্য পরিচালক হিসেবেও প্রসিদ্ধি লাভ করেন। লন্ডনে ‘সাপুড়ে নৃত্য ও পিকিং-এ ‘পল্লীমেলা’ নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেন। আনারকলি, চাঁদ সুলতানা, সামান্য ক্ষতি, ইতিহাসের একটি পাতা, কাঞ্চনমালা, ভবঘুরে ও ওমর খৈয়াম নৃত্যনাট্য পরিচালনা করে এ দেশের নৃত্যশিল্পের ইতিহাসে স্থায়ী আসন লাভ করেন। ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় ২১.৯.১৯৮০ তারিখে নিহত হন। ১৯৮১ খ্রিস্টাব্দে তাকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়।