সোহেল চৌধুরী (Sohel Chowdhury)
প্রথম পাতা » জীবনী » সোহেল চৌধুরী (Sohel Chowdhury)সোহেল চৌধুরী
কবিতায় বাঁচতে চান, কবিতার মাঝেই তাঁর জীবনের রূপ-রস-গন্ধ। পৈতৃক নিবাস চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া গ্রামের দারোগা বাড়িতে (কবি কুটির- অবগাহন)। জন্ম ২৬ জুলাই ১৯৬৭ সাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন শেষে ১৯৯০ সাল থেকে বাংলাদেশে একটি বহুজাতিক ঔষধ গবেষণা এবং বিপণন পদে নিয়োজিত ছিলেন ২০০৪ পর্যন্ত; ২০০৫ সালে আমেরিকা সরকারের অভিবাসন কর্মসূচির আহ্বানে প্রায় দেড় যুগ ডালাস-টেক্সাসে বসবাস করেন, আমেরিকায় কর্মজীবন শুরু তাঁর Yum Brand-এ, ফ্লোরিডার টেম্পা শহরে বর্তমানে বসবাস করছেন কবি। পাঠকপ্রিয়তা, বহুমাত্রিক ধারায় লিখতে পারার দক্ষতা, ভাষাবৈচিত্র্য, শব্দশৈলী, রূপকের ব্যবহার এবং পরাবাস্তবতা তাঁর কবিতার প্রধান আকর্ষণ। কবিতার পাশাপাশি বিচরণ করছেন গীতিকবিতার আবেশী উঠোনে।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শূন্য বীণায় যে সুর বাজে’ (২০১৭-জলছবি প্রকাশন) ‘আরণ্যক জীবন’ (২০২০-ঝুমঝুমি প্রকাশন), ‘মধুরিমা ভালোবাসি তোকেই’ (২০২০-চয়ন প্রকাশন), ‘অবগাহন’ (২০২৩-চয়ন প্রকাশন), ‘জল জোছনায়’ (২০২৩-চয়ন প্রকাশন) ‘মুখর তোমার হাসির রণন’ (২০২৩-চয়ন প্রকাশন), কবি সোহেল চৌধুরীকে নিয়ে ক্রোড়পত্র (২০২৩-রূপত্তি প্রকাশন) (২০২৪-’কবিতা কাঁদে’ )
তথ্যসূত্রঃ ২০২৪ সালে কবিতা কাঁদে গ্রন্থ থেকে প্রকাশিত ।