আরেফিন রব ( arefin rob )

প্রথম পাতা » জীবনী » আরেফিন রব ( arefin rob )


 আরেফিন রব

আরেফিন রব

জন্ম-পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে মাতুলালয়ে। পৈতৃক নিবাস একই উপজেলার পশ্চিম বীরপাশা গ্রামে । জন্ম তারিখ: এসএসসি সনদে ১৯৬৯ সালের ২৫ আগস্ট. নানির বর্ণনামতে পহেলা জ্যৈষ্ঠ, রোজ শুক্রবার। পিতা: গিয়াস উদ্দিন খান, মাতা: আনোয়ারা বেগম, পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। শিক্ষা জীবন: প্রথমে ছিটকা প্রাথমিক বিদ্যালয়, কিছু দিন বীরপাশা প্রাথমিক বিদ্যালয় পরে আনারশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা আই.এইচ.টি, কবি নজরুল সরকারি কলেজ, জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) নিমস বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ।

কর্মজীবন: তিনি সরকারি কর্মকর্তা, সহকারী পাবলিক এনালিস্ট হিসাবে জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালী ঢাকায় কর্মরত। সংসার জীবন: তিনি বিবাহিত, স্ত্রী সরকারি কর্মকর্তা, একপুত্র যিনি প্রকৌশলী, বর্তমানে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অধ্যয়নরত, এক কন্যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রার্থী ।

প্রকাশিত বই: মিথিলার কাছে যাবো (কাব্যগ্রন্থ), দূরের আকাশ (কাব্যগ্রন্থ), স্মৃতির জানালায় পৌষের রোদ (উপন্যাস), এখনো আমি বালিকা (উপন্যাস), বুমেরাং (উপন্যাস), অর্জুনের দুঃখ (উপন্যাস), বিহারের পথে পথে (ভ্রমন কাহিনী), বুকের ভেতর শেখ মুজিব (ছড়াগ্রন্থ), রং নাম্বার (উপন্যাস), আমি যখন বালক ছিলাম (স্মৃতিচারন মূলক গ্রন্থ), মুখোশ বন্দী জীবন (করোনা বিষয়ক গ্রন্থ), জলের কোন রং নেই (উপন্যাস), মীমের ছড়া, মজায় ভরা (ছড়া গ্রন্থ), আলোর পথে বীরপাশা (প্রবন্ধ)।

সংগঠক: তিনি অত্যন্ত সাংগঠনিক, তিনি কাব্যকথার পটুয়াখালী জেলার সভাপতি, ম্যাজিক লণ্ঠনের সদস্য, উত্তরা অফিসার্স কোয়ার্টার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির সম্মানিত সদস্য।

পুরস্কার: দ্বীপ শিখা পুরস্কার, ‘সাপ্তাহিক আকর্ষণ’ ম্যাগাজিন কর্তৃক শ্রেষ্ঠ পুরস্কার। ২০১৪ সালে পরিবেশ মানবাধিকার সোসাইটির বিজয় দিবস সম্মাননা, দানবীর হাজী মহম্মদ মহসিন স্মৃতি সম্মাননা পদক ২০১৬ এবং ২০২৩ সালে কাব্যকথা সংগঠনের স্মারক সম্মাননা। ২০২৪ সালে আলোর পথে বীরপাশা  প্রকাশিত হয়।

তথ্যসূত্রঃ ২০২৪ সালে  আলোর পথে বীরপাশা গ্রন্থ থেকে প্রকাশিত ।




আর্কাইভ