মোসাম্মৎ আয়েশা আক্তার ( mosammat ayesha akther )
প্রথম পাতা » জীবনী » মোসাম্মৎ আয়েশা আক্তার ( mosammat ayesha akther )মোসাম্মৎ আয়েশা আক্তার
জন্ম গ্রহণ করেন ১৯৭৫ সালের ১২ ডিসেম্বর। ছোটবেলা কেটেছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রকৃতির অপার সান্নিধ্যে। ‘ধনাগোদা মেঘনা নদীর কাকচক্ষু জলে নিভৃতে পা ভিজিয়ে নদীর সাথে কথা বলে, পালতোলা নৌকার চলে যাওয়া দেখতে দেখতে কবিমন উদাস হয়ে যেত। বিশাল বাগান বাড়ির গাছ-গাছালি, ফুল আর পাখির কলকাকলি কবির হৃদয়কে করে তুলতো আন্দোলিত। ছোটবেলার সেই অবগাহন করা প্রকৃতি- ঝিঁঝিঁ পোকার ডাক, বর্ষায় বৃষ্টির রিমঝিম ছন্দ, কুয়াশার চাদর মুড়ি দেয়া শীতের প্রকৃতি, বিভিন্ন ঋতুতে আকাশে রং এর খেলা, দিগন্তজোড়া ফসলের মাঠের ডাক কবি এখনো শুনতে পান। তাই কবির কবিতায় প্রকৃতির বর্ণনা অনবদ্যভাবে ফুটে উঠেছে। একইসাথে কবিতায় সর্বজনীন মানবপ্রেম ও দেশপ্রেম যেমন ফুটে উঠেছে, তেমনি মানুষের বঞ্চনার বিরুদ্ধে কবিতায় বজ্রকণ্ঠ ধ্বনিত হয়েছে এবং মানব মনে মুক্তির আলো ছড়িয়েছেন।
কবি প্রকৃতির নৈসর্গিক রূপে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক পদে ঢাকা কলেজ, ঢাকা’র অর্থনীতি বিভাগে কর্মরত আছেন। কবি একজন স্কাউটার হিসেবে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ এর গ্রুপ রোভার স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস এর গার্ল ইন স্কাউটিং বিভাগের জাতীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (গার্ল ইন স্কাউটিং বিভাগ) পদে দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত কাব্যগ্রন্থ:
কুয়াশামাখা ভোরে (বইমেলা-২০২৩) নোঙরবিহীন ভালোবাসা (বইমেলা-২০২৪)
তথ্যসূত্রঃ ২০২৪ সালে নোঙরবিহীন ভালোবাসা গ্রন্থ থেকে প্রকাশিত ।