হামযা বিন ওমর খোন্দকার ( hamza bin omor khondokar )
প্রথম পাতা » জীবনী » হামযা বিন ওমর খোন্দকার ( hamza bin omor khondokar )হামযা বিন ওমর খোন্দকার
আমার বাবার নাম রিমন খোন্দকার, আমার মায়ের নামে ফারিয়া খোন্দকার। আমার বয়স ১১ বছর। আমি ৫ম শ্রেণিতে পড়ি। আমার স্কুলের নাম বিএফ শাহীন কলেজ । আমার বই লেখার পেছনে বেশি অবদান রয়েছে আমার মায়ের। মা-বাবার উৎসাহে আজ আমি একজন লেখক। আমি যখন করোনার সময় ঘরে বসে ছিলাম তখন থেকে আমার লেখা শুরু । এটা আমার দ্বিতীয় বই । আমার ভালো লাগে লেখালেখি করতে, বিভিন্ন জিনিস বানাতে, ছবি আঁকতে ও ঘুরে বেড়াতে। আমি আমার এই বইটি উৎসর্গ করছি আমার নানা-নানি এবং দাদা-দাদিকে ।
তথ্যসূত্রঃ ২০২৪ সালে আমার গল্প গ্রন্থ থেকে প্রকাশিত ।