মুর্শিদ উজ জামান ( murshid uz zaman )

প্রথম পাতা » জীবনী » মুর্শিদ উজ জামান ( murshid uz zaman )


মুর্শিদ উজ জামান

মুর্শিদ উজ জামান

কবি ও কথা সাহিত্যিক মুর্শিদ উজ জামান ৯ আগস্ট গাজীপুর জেলার কালিগঞ্জের অন্তর্গত ভাদগাতী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ও বেড়ে ওঠা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কবি কাজী নজরুল ইসলামের তালপুকুর পাড়ে । এমবিএ শেষ করে পেশা হিসেবে বেছে নেন ব্যবসা এবং হংকং এর স্থায়ী বাসিন্দা হিসেবে নিজের ব্যবসা শুরু করেন। তিনি ‘জামান ইন্টারন্যাশনাল’ হংকং-এর সিইও। ‘ইউনিকো হসপিটালস পিএলসি’ গ্রীন রোড, ঢাকা এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। দ্যা বারাকা’ মদনপুর হাসপাতালের ডাইরেক্টর। পাশাপাশি ‘আনিছউজ্জামান কল্যাণ ট্রাস্ট’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ‘কালিগঞ্জ কল্যাণ সংস্থা’ এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা। এছাড়াও তিনি দেশের বিভিন্ন সমাজকল্যাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ।
সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ থেকে বিভিন্ন পত্রিকায় ও ম্যাগাজিনে লেখার অভ্যাস ছোটবেলা থেকে। তার প্রকাশিত বই পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। এরমধ্যে উল্লেখযোগ্য হলো-পাঠকসমাজ (কবিতা) পাঞ্জেরী প্রকাশন, প্রহেলিকা (কবিতা) ইত্যাদি গ্রন্থ প্রকাশ, কবিদের কিছু বলতে নেই (কবিতা) ইন্তামিন প্রকাশন এবং জীবন ঘুড়ি (উপন্যাস) প্রতিভা প্রকাশনী । কবিদের কিছু বলতে নেই এক মাইলফলক। যা ২০২২ সালে অমর একুশে বইমেলায় বিপুল সাড়া জাগায় এবং ইন্তামিন প্রকাশন থেকে লেখককে বেষ্ট সেলার’ অ্যাওয়ার্ড দেয়া হয় । এ ছাড়াও তিনি বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংগঠন থেকে সাহিত্য সম্মাননা লাভ করেন।

তথ্যসূত্র: ২০২৫ সালে প্রকাশিত ” আমেরিকা এক বিষ্ময়” গ্ৰন্থ ।




আর্কাইভ