মুর্শিদ উজ জামান ( murshid uz zaman )

প্রথম পাতা » জীবনী » মুর্শিদ উজ জামান ( murshid uz zaman )


মুর্শিদ উজ জামান

মুর্শিদ উজ জামান

কবি ও কথাসাহিত্যিক মুর্শিদ উজ জামান গাজীপুর জেলার কালিগঞ্জের অন্তর্গত ভাদগাতী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম

পরিবারে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কবি কাজী নজরুল ইসলামের তালপুকুর পাড়ে। কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। একই কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে এইউবি থেকে এমবিএ করেন। পেশা হিসাবে বেছে নেন ব্যবসা এবং

হংকংয়ের স্থায়ী বাসিন্দা হিসাবে নিজের ব্যবসা শুরু করেন। তিনি ‘জামান ইন্টারন্যাশনাল’, হংকং-এর সিইও। ইউনিকো হসপিটালস পিএলসি, গ্রিন রোড, ঢাকা-র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। ‘দ্যা বারাকা’ মদনপুর হাসপাতালের ডাইরেক্টর। ‘আনিছউজ্জামান কল্যাণ ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ‘কালিগঞ্জ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা। এছাড়াও দেশের বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

বাংলা সাহিত্যানুরাগ থাকলেও কাজের ব্যস্ততায় লেখালেখিতে মনোযোগী হতে পারেননি। পত্রিকায় ও ম্যাগাজিনে ছোট ছোট লেখা দেয়া ছাড়া তেমন কোনো অগ্রগতি ছিল না। ২০২০ সালে করোনাতে পুরো পৃথিবী যখন স্থবির তখন থেকেই পুরোপুরি সাহিত্যচর্চা শুরু করেন। ২০২২ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘কবিদের কিছু বলতে নেই’ প্রকাশিত হয়, বইটি পাঠক সমাজে বিপুল সাড়া জাগায় এবং বইটির প্রকাশক ইন্তামিন প্রকাশন থেকে ‘বেস্টসেলার’ এওয়ার্ড পান । একুশে বইমেলা ২০২৩-এ পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পাঠক সমাজ’, এবং প্রতিভা প্রকাশনী থেকে উপন্যাস ‘জীবনঘুড়ি’, উপন্যাসটি বাংলা একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেনের দৃষ্টি কেড়েছেন । এ ছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংগঠন থেকে সাহিত্যে সম্মাননা লাভ করেছেন। তিনি নিয়মিত আবৃত্তিচর্চাও করেন। পাঠকদের শুভকামনা নিয়েই এই সাহিত্যজগতে এগিয়ে যেতে চান।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  প্রহেলিকা গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ