মুজীবুর রহমান খাঁ(জীবনী)
প্রথম পাতা » জীবনী » মুজীবুর রহমান খাঁ(জীবনী)দেশখ্যাত সাংবাদিক মুজীবুর রহমান খাঁর জন্ম উলুয়াটি গ্রাম, নেত্রকোণা। জন্ম তারিখ ২৩.১০.১৯৯০। সাংবাদিক ও সাহিত্যিক। নেত্রকোণা আঞ্জুমান হাই স্কুল থেকে ১৯২৮- এ এন্ট্রান্স ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ১৯৩৪-এ অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম.এ. ক্লাসে ভর্তি হন। কিছুদিন অধ্যয়নের পর বিশ্ববিদ্যালয় ত্যাগ করে চব্বিশ পরগণার হারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে। যোগদান করেন । ১৯৩৬-এ দৈনিক আজাদ’- এর সহযোগী সম্পাদক নিযুক্ত হন।১৯৩৯ ১৯৬৫ পর্যন্ত এ পত্রিকায় যুগ্ম-সম্পাদক ছিলেন। এ ছাড়া কলকাতার সাপ্তাহিক ‘কমরেড’ ও ঢাকার মাসিক মোহাম্মদী’র সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিভাগ পূর্বকালে অল বেঙ্গল এন্টি ফেসিস্ট রাইটারর্স গিল্ডের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সম্পাদক (১৯৪৪), পূর্ব-পাকিস্তান রেনেসাঁ সোসাইটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক (১৯৪৫) এবং ১৯৪৬-এ ভারতের প্রথম গণ-পরিষদের সদস্য নির্বাচিত হন। ব্রিটিশ সরকারের দমননীতির প্রতিবাদে সদস্যপদ ত্যাগ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পাকিস্তান আর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক, বুলবুল ললিতকলা একাডেমির সহ-সভাপতি এবং রওনক সাহিত্য সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৭-১৯৭১ পর্যন্ত দৈনিক পয়গাম’-এর সম্পাদক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে পুনরায় ‘আজাদ’- এ যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। সাংবাদিকতা ও সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার কর্তৃক ‘সেতারা-এ কায়েদে আজম’ এবং বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক (১৯৮০)-এ ভূষিত হন। প্রকাশিত গ্রন্থাবলী: পাকিস্তান, বিলাতে প্রথম ভারতবাসী, সাহিত্যের সীমানা, আমাদের ইতিহাস, গাজী ও শহীদ এবং সাহিত্যের বুনিয়াদ । ৫.১০.১৯৮৪ তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন।