শোভা চৌধুরী ( shova chowdhury )
প্রথম পাতা » জীবনী » শোভা চৌধুরী ( shova chowdhury )শোভা চৌধুরী
জীবনে চলার পথ কুসুমাস্তীর্ণ না হলেও মনের অজান্তেই সাহিত্যাঙ্গনের জানালায় মাঝেমধ্যে উকি দিতে দিতে একদিন দুরন্ত সাহসের বুকে ভর করে দরজা দিয়ে ঢুকে পড়েন। এ অঙ্গনের বিস্তৃত সবুজ প্রাঙ্গণে নিজের লেখা ছন্দের স্পর্শে ভেজা কবিতা নিয়ে।
যাকে ঘিরে এত আয়োজন তার নাম শোভা চৌধুরী। তার রচিত কাব্যগ্রন্থ সমূহ
১। শ্রাবণ সন্ধ্যায় (২০১৮)
২। আমি শোভা বলছি (২০২১) এবং
সর্বশেষ বৃহন্নলার কাব্যকথা (২০২৩)।
শোভা চৌধুরী বাংলাদেশের প্রথম ট্রানজেন্ডার কবি ও আবৃত্তি শিল্পী।
২০১১ সালে তিনি আবৃত্তি বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সম্মাননা প্রদান করেছেন। তিনি মনে করেন তার সবচেয়ে বড় পুরস্কার এসএসসি পর্যায়ে উত্তম চরিত্রের শ্রেষ্ঠ পুরস্কার।
সাহিত্য চর্চার পাশাপাশি তিনি আবৃত্তি, নাট্যকলা, চারুকলা এবং উপস্থাপনায় সিদ্ধহস্ত।
জাতীয় শিল্পকলা একাডেমী হতে তিনি এসব বিষয়ে চার বছরের ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
শোভা চৌধুরী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠাে নর সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বাঙলা কলেজ হতে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং কৃষি বিষয়ে চার বছরের ডিপ্লোমা সম্পন্ন
করেছেন।
জন্মস্থান — খুলনা, খালিশপুর জন্মতারিখ — ১৯ নভেম্বর…
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত বৃহন্নলার কাব্যকথা গ্রন্থ থেকে সংকলিত।