জান্নাতুল ফেরদৌসি ( jannatul ferdousi )

প্রথম পাতা » জীবনী » জান্নাতুল ফেরদৌসি ( jannatul ferdousi )


জান্নাতুল ফেরদৌসি

জান্নাতুল ফেরদৌসি 

জন্ম : ১৯৮৩ সাল,

মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাহাতপুর গ্রামে। বাবা আনোয়ার হোসেন একজন পুলিশ কর্মকর্তা। মা মৃত আমেনা বেগম।

১৯৯৮ সালে গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও বিএ পাস করেন। সরকারি বাঙলা

কলেজ থেকে এমএ সম্পন্ন করেন।

প্রধামন্ত্রীর কার্যালয় a2i থেকে ঘোষিত আইসিটি ফর জেলা এম্বাসেডর মানিকগঞ্জ। ২০১৯ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হোন। শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা এবং শিবালয়

উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ২০২১ অর্জন করেছেন।

বর্তমানে নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (শিবালয়) সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি লেখালেখি

চালিয়ে যাচ্ছেন।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রথম প্রকাশ: অনুভূতিতে শেখ মুজিব গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ