চঞ্চল শাহরিয়ার ( chanchal shahriar )
প্রথম পাতা » জীবনী » চঞ্চল শাহরিয়ার ( chanchal shahriar )
চঞ্চল শাহরিয়ার
বাংলাদেশের সাহিত্য ভুবনে এক সুপরিচিত নাম। শৈশব থেকেই লিখছেন। প্রেম ও প্রকৃতি তার প্রিয় বিষয়। দেশের সব জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় নিয়মিত লিখছেন গল্প, কবিতা ও উপন্যাস। শিশুসাহিত্যেও তিনি সমান পারদর্শী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স)সহ এমএ (ইতিহাস) করেছেন।
কর্মজীবনে সাংবাদিকতা, অধ্যাপনা, এনজিও কর্মকর্তা হিসেবে যুক্ত হয়েছেন । চঞ্চল শাহরিয়ারের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩২টি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন কোটচাঁদপুর প্রেসক্লাব পুরস্কার (১৯৯৯), খুলনা মোহনা সাহিত্য সংসদ পুরস্কার (২০০৩), মৌচাকে ঢিল সম্মাননা (২০১০), কিংশুক সম্মাননা - (২০১৮), মহেশপুর সাহিত্য পরিষদ সম্মাননা (২০১৯), দিগন্ত সাহিত্য পুরস্কার (২০২২)। বাংলা একাডেমির সদস্য চঞ্চল শাহরিয়ারের জন্ম ৯ মার্চ, ১৯৬৬।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত শূন্য পথের ধ্রুবতারা গ্রন্থ থেকে সংকলিত।