তামান্না হাসান ( Tamanna hassan)

প্রথম পাতা » জীবনী » তামান্না হাসান ( Tamanna hassan)


 তামান্না হাসান

তামান্না হাসান

জন্ম ১১ই নভেম্বর নেত্রকোনায়।
বিবাহিত, দুই ছেলে ফাইয়াজ এবং আরাফ।
বর - রুবায়েত হাসান
শিক্ষাগত যোগ্যতা - ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে মাস্টার্স।
মূলত মায়ের পরিবার ছিল সংস্কৃতিমনা। গান, আঁকা, থিয়েটার জড়িয়ে ছিল মায়ের পুরো পরিবারে। মা গান করতেন। নানারা থিয়েটার করতেন। এসব শুনে শুনে বড় হওয়ার পর উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছেন।
সর্বপ্রথম কবিতা লিখেছেন  ক্লাস ফোরে পড়ার সময়  ।

কর্মজীবন শুরু ২০০২ সালে। মিরপুর কিংশুক স্কুলে আর্ট শিক্ষক হিসাবে । এরপর ২০০৭ এ যায় যায় দিন পত্রিকায় লেখার মাধ্যমে
সবচেয়ে পছন্দনীয় লেখনী জীবনের পথচলা শুরু।
লিখতে ভালো লাগে খুব। এক সময় সেটা নেশার মত হয়ে গেছে। যায় যায় দিন পত্রিকায় অনেক লেখা ছাপা হয়। তার মধ্যে কিছু গল্পও ছিল।

এরপর দীর্ঘ একটা বিরতির পর ফেইসবুকে ২০১৭ তে আবার লেখায় ফিরে আসেন। অসংখ্য গল্প, কবিতা লিখে পাঠকদের সাড়া পেয়ে পরপর ৬টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেন।

এগুলো হলো অহিংসা, নীলাম্বরে নীলপরী, ব্যথার কবিতা, শ্রাবণের আনকোড়া পঙতিমালা, স্মৃতিতে বায়ান্ন

মাঝে দুই বছর আবার লেখা গুছিয়ে নিয়ে ২০২২ এ প্রথম একক গল্পগ্রন্থ ” হলুদ শাড়ি এবং মেয়েটা” প্রকাশিত হয়।
এটি এশিয়া পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়।
২০২৩ এ একই প্রকাশনী থেকে দ্বিতীয় একক গ্রন্থ   লালবউ প্রকাশিত হয়।

তামান্না হাসান রচিত গ্রন্থ




আর্কাইভ