বিপ্লব সিরাজী ( biplob shiraji )

প্রথম পাতা » জীবনী » বিপ্লব সিরাজী ( biplob shiraji )


বিপ্লব সিরাজী

বিপ্লব সিরাজী

১৯৭১ সালের ৯ আগস্ট, টাঙ্গাইলে জন্ম। বয়সে প্রায় বাংলাদেশের সমান। পিতা- কৃষিবিদ মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম বি এ ডি সি এর মহাব্যবস্থাপক পদে অবসর গ্রহণের পর সহজ জীবন যাপন করে ২০২১ সালের ১৯ মার্চ পরলোক গমন করেন, মাতা হাসিনা সিরাজ ২০২০ সালের ১২ আগস্টে পরলোক গমন করেন। তাঁহাদের তিন পুত্রের মধ্যে তিনি সকলের বড়।

বিন্দুবাসিনী বালক বিদ্যালয় থেকে প্রাথমিক, মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এস.এস.সি, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা থেকে এইচ.এস.সি. এবং SC Moitro Air Technical Training Institute, India থেকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

৯০ গণ অভ্যুত্থান-এ সরাসরি আন্দোলনে সক্রিয় থেকে গণতন্ত্র মুক্তি, ভোট ও ব্যালট এর জন্য লড়েছেন। কলকাতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের শিক্ষার্থীদের সমন্বিত করে একুশ, বিজয় দিবস উদযাপন, স্মরণিকা সম্পাদনা করেছেন। কলকাতার লিটল ম্যাগাজিন ‘একালের রক্তকরবী’তে প্রথম কবিতা প্রকাশিত হবার পর (৫৫,৫১৮ বর্গ মাইল) অগ্রজ কবি তুষার চৌধুরী তার কাধে হাত রেখে ঘুরে বেড়িয়েছেন, কফি হাউজ থেকে কবিতাপত্র’র প্রবীণ নবীন কবিদের আড্ডায় প্রবেশাধিকার ও কবি হিসাবে পরিচয় করে দিয়েছেন। তিনি তখন কলকাতার কবি ঢাকা’র বিপ্লবী। চলচ্চিত্র সংসদ আন্দোলন, সিনেমা দেখা ও দেখানোর প্রক্রিয়ায় নেতৃত্ব দেবার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত ‘মৃণাল সেন রেট্রোস্পেকটিভ৯৩ এর ভলেনটিয়ার থেকে সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন, আজও আহব্বায়ক কমিটির কার্যকরী সদস্য হিসাবে কাজ করছেন।

প্রখ্যাত চলচিত্র নির্মাতা গৌতম ঘোষের সিনেমা “মনের মানুষ”- এ সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন। হাবিবুর রহমান খান এর স্নেহে আশীর্বাদে কবিতা লেখার জন্য আশীর্বাদ চলচ্চিত্রের অফিস ব্যবহার করেছেন, এই লেখালেখির প্রেরণা তিনিও ।

“না প্রেম না বিপ্লব’ তার প্রথম কাব্য গ্রন্থ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত না প্রেম না বিপ্লব গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ