খন্দকার শফিকুল হাসান উজ্জ্বল ( khandakar safikul hasan uzzal )

প্রথম পাতা » জীবনী » খন্দকার শফিকুল হাসান উজ্জ্বল ( khandakar safikul hasan uzzal )


খন্দকার শফিকুল হাসান উজ্জ্বল

খন্দকার শফিকুল হাসান উজ্জ্বল

জন্ম ফরিদপুর জেলার বোয়ালমারী থানার শেলাহাটি গ্রামে। কিন্তু কবি’র যে মাটির ঘ্রাণ আর মমতায় বেড়ে ওঠা সেই স্থায়ী নিবাস মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে। কবি তার সর্বোচ্চ বিদ্যাপিঠ ‘পরিবার’ থেকে পাওয়া সততা, মানবতা, সৌজন্যতা ও সামাজিকতার শিক্ষাকে হৃদয়ে লালন করেই অপ্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে কবি মাগুরা জেলার সদর থানার পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, মাগুরা জেলাস্থ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কবি নজরুল কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। পরবর্তীতে বিক্রয় ও বিপণন বিষয়ের উপরে স্কলার্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও কবি শিক্ষার স্বাদ আস্বাদনের তৃষ্ণায় পরবর্তীতে বিক্রয় ও বিপণন বিষয়ের উপর সর্বোচ্চ গবেষণা কর্ম (PhD.) চালিয়ে যাচ্ছেন। মন-মনন, সমাজ, সংস্কার ও মানবতার এ কবি কর্মজীবনে একজন পেশাদার বিক্রয়কর্মী। কর্মরত আছেন বাংলাদেশি একটি স্বনামধন্য কোম্পানির বিক্রয় বিভাগের প্রধান হিসাবে।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত দ্বন্দ্ব গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ