মোহাম্মদ রেজাউল করিম ( muhammad rezaul karim )

প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ রেজাউল করিম ( muhammad rezaul karim )


মোহাম্মদ রেজাউল করিম

মোহাম্মদ রেজাউল করিম

জন্ম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পোড়াবাড়ি গ্রামে । ব্র্যাক -এ কাজ করতে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যেন্ত অঞ্চলের বিভিন্ন পেশার মানুষের সখ এবং স্বপ্নের সাথে তার ঘোরাফেরা। তারপর বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সাথে দিনযাপন ।

কৈশোর থেকেই পরিবার, গ্রাম, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ধর্ম এবং সংস্কৃতির ভেতর দিয়ে মানুষের স্বপ্ন এবং দুঃস্বপের ঢেউয়ে যাপিত জীবনে ভাসা। সেই ঢেউ থেকে কবিতার আকারে কিছু লেখা বা বলার চেষ্টা।

একক কবিতার বই : ‘এ চিঠি পাবে না তুমি’ -প্রকাশ ২০২৩, বাংলা একাডেমি বইমেলা । এছাড়াও পত্রিকায় বিভিন্নসময়ে গল্প এবং কবিতা ছাপা হয়েছে।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত স্বপ্নে ভাসি দুঃস্বপ্নে হাসি গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ