ইব্রাহিম খলিল ( ibrahim khalil )
প্রথম পাতা » জীবনী » ইব্রাহিম খলিল ( ibrahim khalil )ইব্রাহিম খলিল
জন্ম ২০০২ সালের ২১শে জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শেখেরকান্দি গ্রামে। বাবা কাজী মোঃ মহসীন ছিলেন গ্রাম্য ডাক্তার । মা খালেদা বেগম গৃহিণী । মা আর দুই বোন নিয়ে তাদের সংসার। দশম শ্রেণিতে পড়াকালীন ২০১৮ সালে তার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইব্রাহিম খলিল শাওন শেখেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি এবং উজানচর কে এন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়নরত।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত মস্তিষ্ক চুরি গ্রন্থ থেকে সংকলিত।