মাসুদুর রহমান ( masudur rahman )
প্রথম পাতা » জীবনী » মাসুদুর রহমান ( masudur rahman )মাসুদুর রহমান
১৯৮০ সালে মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন । তিনি “তুই-তোকারির কাব্য” সাহিত্য গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক। ভারতের ব্যাঙ্গালোর থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা “উত্তরপত্র” ২০০১ সালে নির্বাহী সম্পাদনার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন। তার প্রকাশিত যৌথ কাব্যগন্থের মধ্যে পদ্যতালে নগ্ননৃত্য, চন্দ্রবিন্দু যুক্ত ফাঁদ, পকেট ভর্তি বিষাক্ত সরীসৃপ, চারকোলে চারুকলা এবং ঈশ্বরের হাতে একগুচ্ছ পাণ্ডুলিপি উল্লেখযোগ্য।
২০১৯ অমর একুশে বইমেলায় ‘পোস্টবক্স’ সাহিত্য গ্রুপের উদ্যোগে ‘জার্নিম্যান বুকস্’ থেকে প্রকাশিত হয় কবির প্রথম একক কাব্যগ্রন্থ ‘মাসুদুর রহমানের কবিতা’ ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত শিল্প-সাহিত্যের অলাভজনক প্রতিষ্ঠান ‘ঊনবাঙাল’ প্রকাশ করে বাঙালি কবিদের ইংরেজি কবিতার সংকলন ‘আন্ডার দ্যা ব্লু রুফ’-এর তৃতীয় ভলিউম। চারশ পৃষ্ঠার এই অ্যান্থলজি- টিতে দুই বাংলার স্বনামধন্য সব কবিদের পাশাপাশি মাসুদুর রহমানের কবিতাও সংকলিত হয়েছে।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত কবিশ্বর গ্রন্থ থেকে সংকলিত।